Home » Routine » একাদশী তালিকা ২০২৩: দিন, তারিখ, পারনের সময় এবং সকল মন্ত্র

একাদশী তালিকা ২০২৩: দিন, তারিখ, পারনের সময় এবং সকল মন্ত্র

একাদশী তালিকা ২০২৩: আপনি কি একাদশী তালিকা 2023 এর বেপারে জানেন? কিংবা এই বছর কয়টা ব্রত পালিত হবে? যদি জেনে না থাকেন, তাহলে ২০২৩ সালের একাদশী তালিকা আপনার জন্য হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। ক্যালেন্ডার বা তালিকা ছাড়াও একাদশীর নিয়ম, পারণের সময়, পারণের মন্ত্রসহ অনেক কিছু জানতে পারবেন এখান থেকেই।

একাদশী তালিকা ২০২৩

একাদশীর ক্রমিকএকাদশীর নামতারিখবারপারনের সময় (পরদিন)
পুত্রদা২ জানুয়ারিসোমবার০৬:৩২ হতে ১০টা ৮ মিনিট
ষটতিলা১৮ জানুয়ারিবুধবার০৬:৩৪ হতে ১০ টা ১৩ মিনিট
ভৈমী১লা ফেব্রুয়ারিবুধবার০৬:৩১ হতে ১০ টা ১৪ মিনিট
বিজয়া১৭ ফেব্রুয়ারিশুক্রবার০৬:২২ হতে ১০ টা ১২ মিনিট
আমলকীব্রত৩ মার্চশুক্রবার০৬:২১ হতে ১০ টা ০৭ মিনিট
পাপমোচনী১৮ মার্চশনিবার০৫:৫৮ হতে ০৮ টা ৪০ মিনিট

Ekadoshi Calendar 2023 PDF

আরো একটি তালিকা দেওয়া হলো, যেটা ভালো লাগে সেভ করে রাখুন।

আশা করি এই পোষ্টে উল্লেখিত ২০২৩ সালে একাদশী তালিকা আপনাদের উপকারে আসবে। এটি আপনাকে একাদশী পালনের জন্য সঠিক সময় জানাবে। আপনারা চাইলে এটি প্রিন্ট করে পূজোর ঘরে বা পড়ার টেবিলে রেখে দিতে পারেন।

সবশেষে, আমাদের একাদশী তালিকা ২০২৩ এ কোন ভুল-ভ্রান্তি থাকলে দয়া করে আমাদের জানাবেন। আমরা খুব দ্রুত সমাধান করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, ঈশ্বরের কাছে আমাদের শুভকামনার জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ।

Share Now

Editorial Staff at AllResultNet is a dedicated team led by expert content writers. They publish Breaking News, Latest Updates on Education, Technology, Entertainment, and Sports. The team has been working in this sector since 2015. You can find them on Facebook Page, and Twitter @allresultnet

Leave a Comment