Home » Education » একাদশী সংকল্প মন্ত্র (Ekadashi Sonkolpo Montro)

একাদশী সংকল্প মন্ত্র (Ekadashi Sonkolpo Montro)

একাদশী সংকল্প মন্ত্র (Ekadashi Sonkolpo Montro) আমাদের জন্য একটি গুরুত্বপূর্ন মন্ত্র। বিশেষ করে আমরা যারা একাদশী ব্রত পালন করি, তাদের জন্য সংকল্প মন্ত্র জানা জরুরি। তাই আমরা আজকে এই মন্ত্র নিয়ে আলোচনা করবো।

প্রিয় সনাতনী ‍ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন। আপনারা হয়তো ২০২৪ সালের একাদশী তালিকা সম্পর্কে অবগত আছেন। তালিকা অনুযায়ী এবছর ২৫ টি একাদশী ব্রত রয়েছে। আপনারা যারা গুরুত্বপূর্ন এই ব্রত’টি পালন করে আসছেন অথবা জীবনে প্রথম পালন করতে চলেছেন, তাদের একাদশী সংকল্প মন্ত্র জানা দরকার।

একাদশী সংকল্প মন্ত্র

সনাতন ধর্ম শাস্ত্রে বলা হয়; সনাতান ধর্মে যতোগুলো তিথি আছে সবগুলোর থেকে গুরুত্বপূর্ন এবং সর্বশ্রেষ্ঠ হলো একাদশী তিথি। একাদশ শব্দ থেকে ”একাদশী” শব্দটি এসেছে। অমাবস্যা বা পূর্ণিমার যে এগারো (১১) তম দিন, সেই দিনে এই ব্রত পালন করতে হয়। শাস্ত্র অনুসারে প্রতি মাসে দুইটি একাদশী পালিত হয়- একটি কৃষ্ণপক্ষে এবং একটি শুক্লপক্ষে।

জানা যায়, একাদশী তিথি ভগবান বিষ্ণুর (God Vishnu) কাছে খুবই প্রিয়। শ্রীকৃষ্ণ (God Krishna) স্বয়ং এই তিথিতে উপবাস পালনের মহিমা যুধিষ্ঠিরকে বলেছিলেন। সঠিক সময়ে একাদশী ব্রত পালনের জন্য শত শত মাহাত্ম্য রয়েছে।

একাদশী সংকল্প মন্ত্র বাংলা অর্থসহ

যারা জীবনে প্রথমবার একাদশী ব্রত পালন করতে চলেছেন, অথবা ব্রত পালন করে আসছেন কিন্তু সংকল্প মন্ত্র জানেন না, তারা বাংলা অর্থসহ একাদশী সংকল্প মন্ত্র জেনে নিন;

একাদশ্যাং নিরাহারঃ স্থিত্বা ওহম অপরেহহনি
ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরনং মে ভাবাচ্যুত।

সরলার্থঃ- হে পুন্ডরিকাক্ষ, হে অর্জুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব। আপনি মদীদি ও শরণস্থান হোন।

গীতা মাহাত্ম্যে উল্লেখ্য আছে-

যোহধীতে বিষ্ণুপর্বাহে গীতাং শ্রীহরিবাসরে

স্বপন জাগ্রৎ চলন তিষ্ঠন শত্রুভির্ন স হীয়তে।।

সরলার্থঃ-  শ্রীবিষ্ণুর পূর্বদিনে, একাদশী ও জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন। তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন, ঘুমিয়ে বা জেগে থাকুন, যে অবস্থায় থাকুন না কেন শত্রু কখনো তার কোন ক্ষতি করতে পারে না।

পারণের মন্ত্র

অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব
প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব।

সরলার্থঃ-  হে কেশব আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহার ভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপা পূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞানদৃষ্টি প্রদান করুন।

For Latest Updates, Please Follow us on Google News (Tap on the Star icon to Follow).

Share Now

Nishita is a experienced content writer, working on this sector since 2016. She joined Allresultnet.com on August 2023, as a senior content writer. Nishita is one of the hard working writers who continuously writing quality content for our valuable readers.

Leave a Comment