iPhone 15 সিরিজ জন্য অপেক্ষার প্রহর প্রায় শেষ! আগামী এক সপ্তাহের মধ্যেই অফিসিয়ালি লঞ্চ হবে Apple iPhone 15 এর সিরিজ। আগামী ১২ই সেপ্টেম্বর নতুন স্মার্টফোনগুলি মার্কেটে লঞ্চ কোম্পানিটি। আমারা অনেকে জেনেছি যে, আসন্ন iPhone 15 সিরিজে চারটি মডেল থাকবে। মডেল গুলো হলো; iPhone 15, iPhone 15 Pro, iPhone 15 Pro এবং iPhone 15 Ultra মডেল।
আপনি যদি নতুন এই সিরিজের যেকোনো মডেল কিনতে চান, তাহলে আপনি পেতে চলেছেন প্রচুর সুযোগ সুবিধা। কেননা, এই বছরে লঞ্চ হওয়া আইফোনগুলি বিভন্ন দিক থেকেই অসাধারন হবে। আপনি কি জানতে চান এই কথা বলার কারণ? তাহলে আসুন Apple iPhone 15 সিরিজের ফোনগুলি সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে দেখে নেই;
Apple iPhone 15-এর লঞ্চের সময়সূচি
অফিসিয়াল তথ্য অনুসারে, আগামী ১২ই সেপ্টেম্বর লঞ্চ হবে আইফোন ১৫ সিরিজ। এই ফোনগুলি কোম্পানির ‘ওয়ান্ডারলাস্ট’ নামের লঞ্চ ইভেন্টে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। বাংলাদেশ সময় অনুযায়ী ওইদিন রাত ১১ টায় অনুষ্ঠানটি শুরু হবে।
Also Read: Pobreflix Apk
আসন্ন iPhone 15 সিরিজ-এর বিশেষত্ব
- আলাদা কিনতে হবে না চার্জিং অ্যাডাপ্টার: আমরা অনেকেই জানি, প্রিমিয়াম iPhone রিটেইল বক্সে চার্জার থাকেনা। তাই এ কোম্পানির ফোন ক্রয় করলে আলাদা ভাবে চার্জিং অ্যাডাপ্টার করতে হয়। কিন্তু আপনি জেনে খুশি হবেন যে, এবারের নতুন আইফোন সিরিজ মানে আইফোন ১৫ টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হবে। ফলাফল সরুপ, আপনি যদি অ্যাডাপ্টার কিনতে না চান, যদি আগে থেকেই আপনার কাছে চার্জিং অ্যাডাপ্টার থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার টাকা অনেকটাই বাঁচবে।
- আসন্ন iPhone 15 ক্রয় করতে অপেক্ষা হবেনা: ইকোনমিক টাইমস (ET)-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৫ সিরিজ লঞ্চের ১০ দিনের মধ্যে ভারতে এবং বাংলাদেশে বিক্রির জন্য উপলব্ধ করা হবে। তাই এগুলি কিনতে খুব বেশি অপেক্ষা করতে হবে না।
- iPhone 15 সিরিজ ভারতে তৈরি হবে: আপনাকে জানিয়ে রাখা ভালো যে, আইফোন ১৫ সিরিজগুলি ইতিমধ্যেই ভারতের তামিলনাড়ু প্ল্যান্টে তৈরি করা হচ্ছে। ধারনা করা হচ্ছে, ফোনগুলি দেশীয় বাজারের চাহিদা মেটাবে। অপরদিকে ভারত থেকে আমেরিকা এবং ইউরোপেও এগুলিকে রপ্তানি করা হবে।
For Latest Updates, Please Follow us on Google News (Tap on the Star icon to Follow).