Do you want to get Valobasa Dibosher Chondo? আপনি কি ভালোবাসা দিবসের ছন্দ ২০২১ পেতে চান? তাহলে এখান থেকে দেখে নিন ১০০ এর অধিক ছন্দ আপনার প্রিয় মানুষের জন্য।

ভালোবাসা দিবসের ছন্দ ২০২১
- ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজনে সাজাবো জীবন,
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা,
তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালবাসা..
2. তুমি আমার সৃষ্টিসীমার বাইরে হতে পার,
কিন্তূ আমার হৃদয় থেকে দূরে নয়॥
তুমি আমার নাগালের বাইরে যেতে পার,
কিন্তূ আমার মন থেকে নয়॥
আমি তোমার কাছে কিছু না হতে পারি!
But তুমি আমার জীবনের সবকিছু॥
3. কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে, বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে.. আর কেউ যদি না দেখে কাঁদে, বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!
4. মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা,
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা ।
5. ৭ ফেব্রুয়ারি= রোজ ডে। ৮ ফেব্রুয়ারি= প্রপোস ডে। ৯ ফেব্রুয়ারি= চকলেট ডে। ১০ ফেব্রুয়ারি= টেডি ডে। ১১ ফেব্রুয়ারি= প্রমিস ডে। ১২ ফেব্রুয়ারি=hug ডে। ১৩ ফেব্রুয়ারি= কিস ডে। ১৪ ফেব্রুয়ারি= হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।
6. মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,
হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো,
স্বপ্ন গুলো দিলাম তাতে আরও দিলাম আশা ,
মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা ।
7. কেউ কেউ লাভ করে, আবার কেউ করে ইনজয়। কেউ খাঁয় ছেকা, কেউ হয় একা। কেউ বলে জান, কেউ করে বিষপান। কারো মুখা হাসি, আবার কারো গলায় ফাঁসি, Love Is Not Fun, So সাবধান, আর এখনকার মেয়েরা হয় বেইমান।
8. প্রেম মানে হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান ,দুটি পাখির একটি নীড় , একটি নদীর দুটি তির , দুটি মনের একটি আশা তার নাম ভালোবাসা ।
9. তুমি রাজি থাকলে প্রেম করবো, কাজী এনে বিয়া করব, রাগ করলে কিস করবো, দূরে গেলে মিস করবো, পাশে থাকলে আদর করবো, আর ভুলে গেলে খুব কষ্ট পাবো…!!
10. হৃদয় জুড়ে আছ তুমি, সারা জীবন থেক.
আমায় শুধু আপন করে, বুকের মাঝে রেখ.
তোমায় ছেড়ে যাবনাতো,আমি খুব দূরে.
ঝড় তোপান যতই আসুক,আমার জীবন জুড়ে
Also Check: ভেলেন্টাইন ডে স্ট্যাটাস
11. তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ , আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা।
ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজ বললাম ও সারা জীবন বলবো।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে…
12. তুমি আমার সৃষ্টিসীমার বাইরে হতে পার,
কিন্তূ আমার হৃদয় থেকে দূরে নয়॥
তুমি আমার নাগালের বাইরে যেতে পার,
কিন্তূ আমার মন থেকে নয়॥
আমি তোমার কাছে কিছু না হতে পারি!
But তুমি আমার জীবনের সবকিছু॥
13. যদি চাদঁ হতাম সারা রাত পাহারা দিতাম !
যদি জল হতাম-সারা দেহ ভিজিয়ে দিতাম।
যদি বাতাস হতাম- তোমার কানে চুপি চুপি বলতাম- ‘আমি তোমাকে ভালবাসি’
14. একটু ভালোবাসা দিবি? যে ভালোবাসায় থাকবে না কোন দুঃখ, থাকবে না, না পাওয়ার যন্ত্রনা, থাকবে না মায়া কাঁন্না, থাকবে শুধু সীমাহীন অনুভূতি, যেই অনুভূতি কে সাথী করে কাটিয়ে দিবো সারাটা জীবন।
15. মিষ্টি চাঁদের মিষ্টি আলো,
বাসি তোমায় অনেক ভালো।
মিটি মিটি তারার মেলা,
দেখবো তোমায় সারাবেলা।
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবো তোমায় সারাজীবন।
16. রেম হলো সরল অংকের মত। সরল অংকে যেমন যোগ, বিয়োগ, গুন, ভাগ ও বন্দনী থাকে। তেমনি প্রেমেও থাকে হাসি-ট্টাটা, মান-অভিমান, বিরহ-বিচ্ছেদ, অনাবিল সুখ আর না পাওয়ার সীমাহীন বেদনা।
17. রাত যেভাবেই আসুক, নীরবতা থাকবেই।
চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎসনা ছড়াবেই।
সূর্য যতই মেঘের আড়ালে থাকুক, পৃথিবীতে আলো আসবে।
R নিজেকে যতই লুকিয়ে রাখ না কেনো
ভালোবাসা তোমাকে কাছে টানবেই।
18. আমি চাইনা তুমি আমাকে বার বার বলো আমি তোমাকে ভালোবাসি.কিন্তু আমি চাচ্ছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো, আমি বলছিনা তুমি আমাকে অনেক ভালোবাসবেকিন্তু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও তোমাকে মন উজার করে ভালোবাসতে।
19. কোনো এক কুয়াশা ভেজা সকালে দেখেছিলাম তোমায়, দেখেছিলাম সাদাসিধে সাজে এলোমেলো চুলে মুখ ঢেকে যায়, আর পাগল হয়ে যাই আমি, কি নিষ্পাপ চাহনি তার, চোখের ভাষায় বলে দিতে চায়- আমিও ভালোবাসি তোমায়……